স্যক্রিফাইস-
শব্দটা কম বেশী সকলের জীবনেই ,
খানিকটা জায়গা দখল করে থাকে ।
বাবা মায়েরা স্যক্রিফাইস করে-
নিজেদের চাহিদা, সুখ, আহ্লাদ
তাদের সন্তানদের আবদার, প্রয়োজন মেটাতে ।
সন্তানেরা স্যক্রিফাইস করে –
নিজেদের কমফর্ট জোন
সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ কে সিকিউর করতে ।
মায়েদের স্যক্রিফাইস গুলো
যদিও সবচাইতে ভিন্ন, আলাদা
সংসার, সন্তান সামলাতে সামলাতে হারিয়ে ফেলে নিজেকে ।
ভুলে যায় আসলে সে কে, কী বা তার পরিচয় ?
এতেও খুঁজে পায় মায়েরা পরম শান্তি ,
বেদনাদের লুকিয়ে রাখে এক চিলতে হাসির অন্তরালে ।
প্রতিটি স্যক্রিফাইসে মিশে থাকে –
ব্যথা-ক্ষোভ-আনন্দ-আর খানিকটা ভালোবাসা ।
আর এসব না হলে হয়ত,
যথার্থ মূল্যায়ন সম্ভব ছিলনা স্যক্রিফাইস শব্দটির ।