নিম্ন মধ্যবিত্ত পরিবার-
হসপিটাল বেড-এ কন্যা সন্তানের আবির্ভাব ।
বাবা-মা ছাড়া,
পরিবারের বাকিদের দেখা মেলা ভাঁড় ।
কারন টা খুবই সহজ,
তুমি তো আর বংশের প্রদীপ নও !
কন্যার যখন গৃহপ্রবেশ, তখন আলোর সাথে
আনন্দ গুলোও কোথায় যেন নিশ্চুপ বসে ।
ধীরে ধীরে তোমার,
বড় হওয়া ভালোবাসা ছাড়াই ।
কন্যা তুমি কালো, তাইতো অবহেলিত
এসেছো যখন, একাই না হয় থাকো ।
মা-বাবা ব্যস্ত,
পরিবারের অভাব গুলোর জোগান মেটাতে ।
মায়ের ওপর অনেক চাপ,
ঘরের প্রদীপ ফিরিয়ে দিতে ।
না চাইতেও তুচ্ছ তুমি,
কন্যা- তুমি হলে পরের ধন ।
কেউ জানেনা তোমার মন,
বুঝতেই বা চায় ক-জন ।
পড়াশোনা তুমি যতই করো,
বড় হবার স্বপ্ন দেখো ।
বিশ-বাইশ হতে না হতেই,
অন্যের ঘরে প্রদীপ জ্বালো ।
তা তুমি চাও বা না চাও,
কেইবা শুনবে তোমার কথা ।
সুখ-দঃখ তোমার নিজের,
গ্রহন কর আত্ম ব্যথা ।
এ জগতে তোমার,
কে-ই বা আপন কে-ই বা পর ।
বিয়েটা সারো এবার না হয়,
অনেক তো হল বাপের ওপর ।