জ্যোৎস্না রাতে চাঁদের আলো
আলতো চুমু খেয়ে, বলে
ডাকবে যদি আসব ফিরে
ভালোবাসার খাতিরে ।।


অভিযোগ গুলো ডায়েরির পাতায়
জলছবি আঁকে, আনমনে ।
অভিমান যত বন্দী সবই,
সাদা কালো অ্যালবামে ।।


আবেগ গুলো হারিয়ে যায়
নীরবে, হৃদয় গহীনে ।
চিঠিরা সব অলিখিত,
মনের অভিধানে ।।


কুয়াশা মেখে রোদ কণিকা
অট্টহাসি হাসে, আর কহে
ভালোবাসা নাকি
স্পর্শেরও উর্ধে ।।