সম্মানিত পাঠক তোমায়
নমি আমি নিজে-
পড়ছো তুমি মোর কবিতা
মধুঁ দিয়ে ভিজে।


হয়তো বা তুমিও লেখক
ন'য় তুমি কবি-
তবে তুমি আমার নিকট
আলো দাতা রবি।
আমার লেখা হলে কোথাও
এতটুকু ভূল-
তোমার ভাষায় নিও বুঝে
তুমি যে বিপুল।
জানিনা তো ছন্দ,স্বর,তাল
করি আমি কি যে-
পড়ছো তবু মোর কবিতা
মধুঁ দিয়ে ভিজে।


পাঠক তোমার নেই তুল্য
এ জনমে আর-
পারলে দু ছত্র রেখো মনে
এই কবিতার।
অভিনন্দন পাঠক বর
ভেট দেবো কি যে-
পড়ছো তুমি মোর কবিতা
মধুঁ দিয়ে ভিজে-
সম্মানিত পাঠক তোমায়
নমি আমি নিজে।।