বাঁধাধরা নিয়মের বেড়াজালে
আবদ্ধ জীবন,
হন্যে হয়ে ছুটছি তেপান্তরের পানে!
পাইনি খুঁজে সময়ের অসীম আবহ,
তবুও চলছে এ তরী।


সুখের বেদনার এতই ভেদ,
যেথায় জীবন রঙিন কাব্য!
হাওয়া বদলে যায়,
হঠকারিতার গুপ্ত বাঁকের
সুপ্ত প্রতিভার বিকাশে।


ঘুমন্ত অমানিশায় ঘেরা এই সময়,
ভবের চরে আমি একা বন্ধি!
জটিল সমীকরণের ছুটি হলো
তব ধূপের ধূসর রঙের রগচটা লগ্ন।


আলো ছড়িয়ে দিচ্ছে শহরের নিয়ন বাতি,
হামাগুড়ি দিয়ে চলছে ঋণ,
শেষে নিভু আলোতে
সকালের কপালে আক্ষেপের ভাঁজ!