জীবন নায়ের মাঝি এক পাগলা ব্যটা,
উদ্ভট সব জোয়ার ভাটা!
কোথাও মরণের চিতা জ্বলল,
কোথাও নিয়নবাতির ঝলকানি।


আাহা জীবন!
কত রঙ্গ আর বাকি?
ডিজিটালাইজড আরাম আয়েশ,
তার মাঝে চালচুলোহীন খুপরির রঙ্গমঞ্চের ট্রাজেডি উপলব্ধির কি নিদারুণ চিৎকার!


আহা জীবন!
কেউ এবেলা খোঁজ নিলো বলে
চারদিনের অনাহার থাকব বুঝি!
ধুপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করলাম
তবুও মহাজনের আদেশ আসলো না!


আাহা জীবন!
মরণ বাঁশি এই বাজলো বুঝি,
তবুও মরণের নাহি ভয়,
মরণ তো আত্মার প্রতিদিনই হয়!