সুখ!
সুখের লাগিয়া এ ভুবনের তরে
চরকি হয়ে, তেপান্তরের পানে-
তবুও কি সুখ পেয়েছি?
সুখ সে তো সুখের লাগিয়া সুখ জ্যোৎস্না পোহাতে
ব্যতিব্যস্ত!


আত্মায় সুখ বিরাজ করে,
সুখের খোঁজে সুখ জ্যোৎস্না আয়েশে
সুখের ব্যাধি ডাকিলে,সুখ পালালে
আত্মার মরণ হবে।


এ জীবনের তরে সুখ আপেক্ষিক,
তবুও সুখের পানে এ তরী।