খারিজ হইয়া গেছে আমার জামিন আবেদন ।
আর কয়টা দিন ধৈর্য ধর শক্ত কর মন,
ও বউ শক্ত কর মন।
এই পৃথিবী ছাইয়া গেছে মহামারি রোগে।
থমকে গেছে জীবন সবার চলছে না আর বেগে।
সবি বুঝি তবু কেন মন করে আনচান ।


খারিজ হইয়া গেছে আমার জামিন আবেদন ।
আর কয়টা দিন ধৈর্য ধর শক্ত কর মন,
ও বউ শক্ত কর মন।


এই দুনিয়া সুস্থ হলে ছুটি তবে পাবো ।
তোমরা সবাই ঘরে থাকো আমরা সেবা দিব।
ফিরব আমি সময় মত রাইখও আয়োজন ।


খারিজ হইয়া গেছে আমার জামিন আবেদন ।
আর কয়টা দিন ধৈর্য ধর শক্ত কর মন,
ও বউ শক্ত কর মন।


আমি যদি পালাই বেড়াই সবার হইবে কি,
আমার শপথ সেবা ব্রত রাখতে পারলাম নি।
দায়িত্ব আমি কান্ধে নিছি ছারবো নাতো স্টেশন ।


খারিজ হইয়া গেছে আমার জামিন আবেদন ।
আর কয়টা দিন ধৈর্য ধর শক্ত কর মন,
ও বউ শক্ত কর মন।


সাবধানে থাইক্কো তুমি পোলা মাইয়া লইয়া।
তোমার লড়াই আরো বড় দুঃখ আবেগ থুইয়া ।
নামাজ পইড়া দোয়া কর , শক্ত কর মন।


খারিজ হইয়া গেছে আমার জামিন আবেদন ।
আর কয়টা দিন ধৈর্য ধর শক্ত কর মন,
ও বউ শক্ত কর মন।