কেউ দেখেছো ব্যাঙের বাড়ি ?
     কেমন তাদের ঘর ?
কেউ দেখেছো তাদের গাড়ি ,
            রাস্তার ওপর ?


পরে না তো জামা কাপড় ,
     দেয় না জুতো পায়ে ।
কখনো তো নেয় না চাদর ,
     দেয় না ওষুধ ঘায়ে ।


আমরা কেউ দেখিনি গো
     ব্যাঙের বই-খাতা ,
কিন্তু জানি কেমন ওগো
দেখতে ব্যাঙের ছাতা ।


বৃষ্টিতে সব ভিজে ভিজে
     সাঁতার কাটে জলে ,
আসে না ব্যাঙ নিজে নিজে
     ব্যাঙের ছাতার তলে ।


ক'রে না তো ' ব্যাঙের ছাতা '
        ব্যাঙে ব্যবহার ,
নাম তাহলে ' ব্যাঙের ছাতা '
     দেওয়ার কি দরকার ??