বলবো কি যে এখন তো আর ,
নেইতো মোটেই সময় থামার ,
                         চলছে সবাই ছুটে ।
বন্ন্ধু চড়ে স্বর্ণরথে ,
যায় যদি বা একই পথে ,
                       বলছে না মুখ ফুটে ।
ধরো আমার হাতটা ধরো ,
আমার রথে উঠে পড়ো ,
                            কষ্ট যাবে টুটে ।
হারিয়ে দেবার এমন খেলায় ,
বন্ন্ধু এমন মাতলো রে হায় ,
                      না চেয়ে নেয় লুটে ।
রেষারেষির এই দুনিয়ায় ,
হৃদয় পুড়ে হচ্ছে যে ছাই ,
                         আঁধারে ঘুটঘুটে ।