গ্রীষ্মের দাবদাহ তপ্ত ধরায় ,
শীতল জলের ছিটে বর্ষা ঝরায় ।
     তপ্ত গ্রীষ্মে ভাবি আসবে কখন ,
     বর্ষার কালো রূপে ভালো হয় মন ।
গুড়ু গুড়ু গর্জনে , ঘন ঘন ডাকে ,
কালো মেঘে আকাশটা তাড়াতাড়ি ঢাকে ।
     বিদ্যুৎ ঝলকানি কালো মেঘ মাঝে ,
     বর্ষাও সেজে ওঠে তার নিজ সাজে ।
ঝিরিঝিরি ঝমঝম কত রূপে তাই ,
কালো করে আকাশটা বর্ষা ঘানায় ।
     বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝে ঝড় ,
     ধূলো বালি উড়ে আসে , ভরে যায় ঘর ।
আশপাশ সব ভেজে , ছাটে ঘরদোর ,
ঝিরঝির করে ভেজে শুকনো কাপড় ।
     গাছপালা দুলে দুলে ভেজে সারাক্ষন ,
     ভালোলেগে ভিজে ওঠে শুকনো এ মন ।


           ---বরষার আয়োজন---