তুমি আমার জন্য কাঁদো- 'আমার চোখ'
অশ্রু ঝরাও, করো আমার জন্য শোক!
এবং রাজ্যহীন হুজর ইবন আ'মর-
রাজকীয় পুত্রদের মৃত্যু, শোকঝড়
মুছে যেতে দাও! মুছে যেতে দাও জলে-
মুছে যেতে দাও সন্ধ্যাকাল নেমে এলে।
যদি তারা কেবল যুদ্ধেই মারা যায়
বানু মারিনার ভূমির ছিলোনা দায়?
তাদের ছিন্নমস্তক, ঐ রক্তের ঢল-
ধোয়ার জন্যে কোথাও ছিলো না জল!
রক্তাক্ত করোটি ঠুকরে খেয়েছে পাখি
প্রথমে খেয়েছে ভ্রু, তারপর চোখ- দুটি।


মূলঃ ইমরুল কায়েস
বাংলায় রূপান্তরঃ হোসাইন সোহাগ