দুঃসহ বেদনার এপ্রিল, শোকার্ত আগস্ট
এবার ক্ষান্ত হও! আর সইতে পারছি না।
নরকের সোপানে চুমু খাই- আমাকে মুক্তি দাও!


জুলাইয়ের বৃষ্টির রাত, জুনের স্যাঁতসেঁতে সন্ধ্যা
আমাকে রোমন্থিত করো না। বেদনার কসম-
কফিনে পেরেক ঠুকে একটু একা থাকতে দাও!


ঈশ্বর, আপনার প্রিয় ধ্রুপদী অভিশাপ
পৃথিবীর ক্যালেন্ডার থেকে খসে পড়ুক
পনেরো মে, দু'একটা একুশ সেপ্টেম্বর;
চিরতরে মুছে যাক ওসব ভয়াবহ স্মৃতিসুখ।


প্রিয় অবিশ্বাসী চোখ, মিনতি করছি
বিশ্বাস নিয়ে আমি তাকাতে পারছি না
কেন ডাকাতের মতো লুটে নিচ্ছো-
আমার দু'হাত জামা সমস্ত শরীর!


প্রিয় অবিশ্বাসী চোখ, ধ্রুপদী অভিশাপ
এবার ক্ষান্ত হও- আমাকে মুক্তি দাও!


২২০৭২০১৭
প্রফেসর'স লজ।