কোন আপনি  নয়- বলো তুই
অথবা তুমি।
‘আপনি’ একটা মধ্যবর্তী দেয়াল-
তুই, তুমি’র মই বেয়ে ডিঙিয়ে যেতে হয়।


ধ রা যা ক  আ জ থে কে
আ মা দে র  অ ভি ধা নে
‘আপনি’ বলে কোন শব্দ নেই।
এবং তুই অথবা তুমি সম্বোধন করে
আমরা পরস্পরের নিকটবর্তী হলাম।


আমাদের এই পারস্পারিক সম্পর্কের নাম হতে পারে-


           বন্ধুত্ব,
                         প্রেম।


                                      হতে পারে-
                                                          ছাপোষা
                                                                            সংসার।


০২০৭২০১৮
প্রফেসর’স লজ।