মনে পড়ে। মনে নেই।
ভুলে গেছো।
                পনেরো মে-
ছ'জুন, কলেজরোড
হাওরের- পুবদিক
বটছায়া, খোলা হাওয়া
বিলপাড়, আলীপাড়া।
ভুলে যাবে।


                     বৃটানিয়া-
সিঁড়িঘরে চোখাচোখি
রাত জেগে ফোনকল
চোখভেজা অভিমান
অনামিকার আংটি
সস্তাদরে কেনা চুড়ি
পায়ে পায়ে হাঁটাহাঁটি
টিলাগড় ফুডশপ
ইকোপার্ক।
               ভুলে যাবে।


রক্তলাল চিরকুট
ডায়রি ভর্তি কবিতা
মেঘনীল ভুল প্রেম
চার ঠোঁটের চুম্বন
আবছায়া বাসিমুখ
খসে পড়া ডাকনাম...
ভুলে যাবে।


                  ভুলা যাবে-
যদি পারো ভুলে যেও।
নতুন সোহাগ ঢেলে
পুরনোকে ঘষেমেজে
চিরতরে মুছে দিও।
সবকিছুই তোমাকে
যে মনে রাখতে হবে-
এমন কোন
                 কথা নেই
দায় নেই দেনা নেই।


ভুলে যেও। ভুলে যেও।
ভুলে যাবে? ভুলা যাবে?


০৮০৫২০১৮
প্রফেসর'স লজ।