রাত ফুরালে আর মনে পড়ে না তাকে।
মৈথুন-মেয়াদি তনুর্বরা সুশ্রী গণিকাকে
বেমালুম ভুলে যাই। ভুলে ডুবে থাকি।
একজন তোমাকে কি করে মনে রাখি?
তুমি এখন শরীর পেলে যে কারু সাথে
শোও! উষ্ণ আরামে রাত কাটিয়ে দিতে
পারো! আমি তোমাকে পাইনি বলে তাই
আমাকে যেতে হয়- অন্যের কাছে যাই।


অন্যদের ভিড়ে তোমার তুমিকে খুঁজি
সেই একই শরীর! মেদ মাংস রোজই
খুঁড়ে খুঁড়ে জানতে পেরেছি যে- গণিকা
নয়, তুমি নও, নয় দু'চার নিষিদ্ধ ইলেম;


'আমার হাত' ছিলো আমার প্রমথ প্রেম-
'আমার হাত' একমাত্র বিশ্বস্ত প্রেমিকা।


৩০০১২০১৮
প্রফেসর'স লজ।