ভুলে যাওয়া : মুক্তি। কেউনা
তুমি তাকে ভুলে যাও!
প্রতিবাদ করো না। নীরবে-
নিয়তিকে মেনে নাও।


পাঁজরে পুঁতে রাখো শোকের
পাহাড়, কান্নার ঝর্ণা-
সময় বিরুদ্ধে যাক। তুমি
বাঁচো : ফুরিয়ে যেওনা।


জেনে রেখো, ক্ষমা : প্রতিশোধ
নীরবতা : প্রতিবাদ
এবং স্মৃতিচারণ : শৃঙ্খল
স্মৃতি : বেদনার ফাঁদ


কেউনা, ভুলে যাওয়া : মুক্তি
তুমি তাকে যেতে দাও!
যে যাবার যাবেই। নীরবে-
নিয়তিকে মেনে নাও।


১৫০৭২০১৮
প্রফেসর'স লজ।