শুনছো নিহা, লক্ষ্মী আমার
আর কিছুক্ষণ শুয়ে থাকো
বুক পেতেছি। চুপটি মেরে-
বাঁদিকটাতে জড়িয়ে রাখো।


দরজার অপার বৃষ্টি শহর
আকাশ অচল ট্রাফিক জ্যামে
পোয়াতি মেঘ জঠর ভেঙে
কান্না করছে থেমে থেমে।


বাবুই সোনা, কেউ জাগেনি-
উঠছো কোথায় শয্যা ছেড়ে?
কিসের এতো তাড়া তোমার
এক্ষুণি না যাও রান্নাঘরে!!


চুপটি মেরে শুয়ে থাকো।
ফেলে রাখো রান্নাবান্না ঘরকন্না-
এমন দিনে একলা শুতে
আমার একার ভাল্লাগেনা।


চুমুর দিব্যি আজ ক্ষিধে নেই।
তোমার ঠোঁটের বৃষ্টি ফোঁটায়-
মেঘ পাহাড়ের চুমু খেলেই
সকল ক্ষিধে পালিয়ে যায়।


০৯০৫২০১৮
প্রফেসর'স লজ।