এমন কিছুই চাইনি কোনদিন
এই তোমাকে চেয়েছিলাম বলো?


তুমি ছিলে, আছো, আমার নয়!
শেষ রাতের মোমের মতো ক্ষয়ে,
যদিও আছো অন্য কারুর হয়ে-
ছবির উপর স্তর ফেলেছে ধুলো?


আমার কোন পৃথক চাওয়া নেই
তোমাকে পাইনি। পেলেই ছিলো ভয়-


যাকে ঘিরে তোমার এতো সুখ
যাকে তোমার ভাগ্য বলে মানো;
যাকে তোমার স্বর্গ বলেও জানো
সেও তোমাকে পেতো না নিশ্চয়?


সেই পুরনো ভুল বানানের চিঠি
স্বল্প দামের সেই প্রতিশ্রুতি, প্রেম-


অতীত, স্মৃতি আঁকড়ে ধরে বুকে
জীবন না হয় কাটলো চোখের জলে;
যে ক'টা দিন আমার হয়ে ছিলে
সেটুক তুমিই কোথায় কিসে কম!


আমার কোন পৃথক পাওয়াও নেই
না পেলেও জেনো সবি পেয়ে গেছি


মানুষ তো নই, জীবন্ত এক লাশ
অন্ধকারে মিলিয়ে যাওয়া ছায়া;
আঁধার চিরে পাইনি আলো, ছোঁয়া-
ছায়ার সমান দৈর্ঘ্য মেপে বাঁচি।


১৩০৩২০১৮
প্রফেসর'স লজ।