মেঘপরী ছাই, ফুলপরী ছাই
ভালোবাসি খুব ভীষোণ
পৌষি: কোন রূপকথা নয়,
পৌষি: আমার স্নেহের বোন।।


যার অভিমান আকাশ ভারি
বৃষ্টি ঝরায় মেঘ টুটে
হাসলে ঠোঁটে জ্যোৎস্না ফুটে
দুপুর রাতে রোদ উঠে


সময় পেলেই লুকোচুরি
উড়ে বেড়ায় মেঘ নীলে
বকবো কেন মিছেমিছি
এমন বোন আর কই মিলে।।


পৌষি রে তুই কোথায় ছিলি
জন্ম নেওয়ার ঠিক আগে
মিটিমিটি তারার দেশে
ঐ শঙ্খধ্বনির দীপরাগে?


কোন সুদূরের স্বর্গ থেকে
আমায় এসে ডাকলি ভাই
বোন হলি তুই সাত জনমের
এমনটি আর কারোর নাই।।


আমার হাতে বাঁধলে রাখী
কপালে তোর ভাইফোঁটা
সাধ্য কার ছিঁড়বে বাঁধন
শনিরও হোক চোখ-ওঠা।


যখন ভীষোণ পড়বে মনে
খুঁজবি আমার চিঠির খাম
ঐ চিঠিটাই খুলে দেখিস
পৌষি: আমার বোনের নাম।।


০২০৪২০১৭
প্রফেসর'স লজ।