আমাদের প্রথম রাতের
প্রার্থনা হোক :
দীপ জ্বালিয়ে।
আরোও কাছে স্থাপন করে
দুই পৃথিবী
হ্যাঁ, পরিচয়ে।


আমাদের প্রথম স্পর্শের
স্থায়িত্ব হোক :
রাতের সমান।
রাতের যৌবন দীর্ঘ করে
ভোর অবধি
প্রার্থনা গান।


আমাদের প্রথম ছোঁয়ার
চিহ্ন থাকুক :
যেমন লাজে -
সম্মোহনের সোহাগ ফুটে
যাহিন ঠোঁটে,
শরীর ভাঁজে।


আমাদের প্রথম পুলক
প্রথম ছোঁয়া
প্রথম গানে -
ভরে উঠুক এক পৃথিবী।
আলো জ্বালুক :
নতুন প্রাণে।


১৪০৪২০১৮
প্রফেসর'স লজ।