প্রিয়তমা ঋতুবতী হলে-
          ঋতুবিহারি পাখির মতো
                           আমি নির্বাসনে যাই।


একটি অসুস্থ সময়-
    আমাদের আলাদা করে দেয়;
        আমরা বাড়ি ফিরি না, ঘরে ফিরি না।


য্যানো একটি পরিত্যক্ত ভিটা
       আমার নির্বাসনজীবনের আগে
                যেখানে কারুর বসবাস ছিলো!


দীর্ঘ ঋতুকাল- আমাকে
          এখন ঘরের বাইরে দাঁড়িয়ে
                        অপেক্ষায় থাকতে হবে।


সন্ন্যাসীর আঙুলে তখন
          অসুস্থ প্রহর গুণি; প্রিয়তমার
                      সুস্থ হতে আর কতোদিন।


প্রিয়তমা ঋতুবতী হলে-
         ঋতুবিহারি পাখির মতো
                           আমি নির্বাসনে যাই।


মনে হয় দীর্ঘ ঋতুকাল-
    ভিটেমাটিহীন ফেরারির মতো
        আমরা বাড়ি ফিরি না, ঘরে ফিরি না।  


০৩০৪২০১৮
প্রফেসর'স লজ।