তুমি আসবে। তাই, যাই যাই বলে
দাঁড়িয়েছিলো বিকেল। গেল অস্তাচলে


কুড়ি মিনিট পর। নীল আকাশ জানে-
যানজট, পিচ ঢালা পথ, নগর তোরণে


শকুনির চোখে শত অভিমান ঢেকে
আমি কতোটা খুঁজেছি তোমাকে।।


ক'জন সুবর্ণ সুশ্রী তরুণী তরুণ,
যারা মাঠের ঘন ঘাসে বসে মিথুন


রাশিফল নিয়ে গল্প জুড়েছিলো-
সন্ধ্যায় হাওয়া হয়ে গেছে। কথা ছিলো


খালি পায়ে জয় করবো শততম সিঁড়ি
অপারে সন্ধ্যা নামার আগে। ঝিরঝিরি


বাতাসে যখন ঢলে পড়বে শীত, অক্ষত
নিয়ন আলোর নিচে হাঁটবো কিলো পথ।।


তুমি কি জানতে না- তুমি না এলে
জ্যোৎস্নার উত্তাপে চাঁদ যাবে গলে?


রাতের এতো কুসুম তারা, সবে
ভোরের আগেই চুপসে ঝরে যাবে?


এমন মধুরাতে যদি তুমি আসতে  
সুখে লণ্ডভণ্ড হতাম প্রেমঘন স্রোতে।  


মেঘ বালিকার নীলচে জামা খুলে
তোমার হাতে রাতটা দিতাম তুলে।।


০৯১১২০১৭
প্রফেসর'স লজ।