চলে যাচ্ছি। ফিরবো না আর-
এই পৃথিবীর
সন্ধ্যাতারায়;
রাতের শেষে শুকতারাটি
ঘুমিয়ে যাবে
চির বিদায়।


চলে যাচ্ছি। এই অবেলায়
কিচ্ছুটি নেই!
সব হারিয়ে
শূন্য হাতে আসবো না আর-
ভুল ঠিকানা,
ভুল সময়ে।


(যদিও সে ভুল সময়েই
তোমার শত
চাওয়া ছিলো।
খুনসুটি, ছাপোষা সংসার,
রঙিন স্বপ্ন-
সুখের আলো।


থাক ওসব পুরনো কথা
অশ্রু অনল
দহন বুকে।
চলে যাচ্ছি। জবাবদিহির
ভয় পেয়ো না
শপথ ফুঁকে।)


তোমার কাছে তাই লিখেছি
শেষ চিঠিটা
যাবার আগে!
এ শহরে থাকছিনা আর-
পরশু থেকে
নিবাস হবে
শানতি বাগে।


আজ না হোক কালপরশু
পেয়েই যাবে
সে চিঠিটার-
কাফনসাদা হরফগুলো।
চোখ বুলিয়ো!
ভালো থেকো।
ইতি তোমার...


চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে...
শহর ছেড়ে
ইতি তোমার...


চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে...
নিলয় গোরে
ইতি তোমার...


০৫০৭২০১৮
প্রফেসর'স লজ।