তসলিমা নাসরিন, আমি তোমার সময়ে জন্ম নিলে
নিশ্চিত তোমার প্রেমেই পড়তাম।


তসলিমা নাসরিন, তুমি আমার সময়ে জন্ম নিলে
নিশ্চিত তোমার প্রেমেই পড়তাম।


ইদানীং কেমন যেনো একটা ঘোরের মধ্যে আছি।
তোমাকে তুলে রাখতে হয় বুকশেল্ফে, পড়ার টেবিলে
খুলে রাখতে হয় বিছানায়, শুইয়ে রাখি বালিশের নিচে।
কিছুতেই কেনো জানি বুঝে উঠতে পারছি না-
তোমার প্রেমে পড়ে গেছি, নাকি তোমার কবিতার?


তাহলে কি মনে মনে স্বীকার করে নেবো-
আমিই সেই অনির্ণীত “অনিশ্চিত পুরুষ”?


আমি কি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি?


২২১২২০১৭
প্রফেসর'স লজ।