তুমি একটি মৌলিক শব্দ।
তুমি এতো ফেলনা নও
যাকে দু'এক শব্দে এঁটে
বাঁধা যাবে, লিখা যাবে।


তুমি আমার সেই কবিতা-
যেই কবিতা আজ অবধি
লিখেনি কেউ, কোন কবি;
কোন কবি লিখবেও না।


তুমি আমার সেই কবিতা-
যা কালজয়ী, যা চিরায়ত;
যেই কবিতা একজীবনে
লিখেজুখে শেষ হবেনা।


তুমি একটি মৌলিক শব্দ
যার কোন প্রতিশব্দ নেই।


২০০৪২০১৮
প্রফেসর'স লজ।