তুমি যাও- তুমি আসো।


আমি কোন এক
তুমি'কে হারাই


আমি কোন এক
তুমি'কে খুঁজে পাই


কোন এক তুমি এলে-
আমি তোমার হয়ে যাই


কোন এক তুমি'কে পেলে-
আমি তোমাকে ভুলে যাই।


তুমি একটি সংযোগ
তুমি একটি বিচ্ছেদ


এই সুষম বিভ্রম
সংযোগ বিচ্ছেদ নিয়েই-


তুমি যাও- তুমি আসো।


০৯০১২০১৮
প্রফেসর'স লজ।