বাড়িটা নদের তীর ঘেঁষে,
ছোট্ট মেঠোপথ আর সবুজ অরণ্য,
সোনালী ধানের ঢেউ খেলানো শীষ
জলাশয়-ডুবা, তার পাশেই ক'টা দিঘি।


মায়ামাখা হৃদয়ের সমাহার,
এই পাড় ওপাড়,
সবুজ চাদরে লেপ্টে থাকা
মাঠের পাশেই,
শান্ত-শিষ্ট এই ফুটফুটে প্রাণ।
কখনো মেঘের পরে
কখনো খড়ের নীড়ে
চোখ বুঝে যায়।


মায়ের আঁচল ঘেষে
এগিয়ে চলা পথে
বাবার ক্ষীণ আদর,
মাথায় বুলিয়ে দেয়া হাত।
স্নেহে ঘেরা প্রকৃতির অস্ফুট ভালবাসায়
বাড়িয়ে দেয় পা, গুটিগুটি, এক এক করে
এই তো পেরুবে, এই তো আর একটু পরে,
পেরুলেই ঘুমিয়ে যাবে আপন নীড়ে।


এখনো প্রাণস্পন্দন বার বার কেঁপে উঠে
একটি স্বপ্ন পূরণের অভিপ্রায়ে....