হ্যাঁ, আমি তাকে স্বল্পক্ষণ দেখেছি,
ও দেখার চেয়ে কল্পনা বেশি করেছি।
তার পরনে শাড়ির রং নীল,
টানা টানা চোখে গভীর কালো ঝিল।
ঠোঁট জোড়া তার পুরু ও বিকশিত,
তাকানোর ভঙ্গি তার ঠিক যেনো অচকিত।
গলায় সরু ছেন ও চুলে গাঁথা ছিল তার বেল ফুল,
কানের নিচে ছিল ঝুলন্ত একজোড়া সোনার দুল।
চিন্তরত আমি, তাকে কী সত্যিই দেখেছি,
নাকি তার মধ্যে কিছু অনুমান ও জল্পনা রেখেছি।