বৈশাখে তে ঝর ওঠে
জৈষ্ঠ্যে পাকে আম
আষাঢ় মাসে বৃষ্টি নামে
শ্রাবণ বলে থাম
ভাদ্র মাসে তাল পাকে
আশ্বিনে ফোটে কাঁশ
কার্তিক মাসে সোনালী ধান
অগ্রহায়ণে নবান্নের টান
পৌষ মাসে শীতের আগমন
মাঘে বাঘের গান
ফাল্গুনে তে কোকিল ডাকে
চৈত্রে ফাটে মাঠের প্রাণ
আর এই নিয়ে আমার বাংলার প্রাণ।