একমুঠো সুখ পাওয়ার আশায়
ফিরে আশা এই জন্ম খাঁচায়
ভেবেছিলাম কিছু  সুখ নিয়ে
ফিরবো আবার অচেনা বাসায়


সুখ সেতো আর নেয়া হলো না
জন্ম খাঁচা যে আর পাওয়া হলোনা
বেশি কিছু তো আর চাইনি আমি
নয়তো সে চাওয়া ছিলো অনেক দামি


চেয়েছিলাম শুধু একটুকু সুখ
বিনিময়ে তোমরা দিলে শুধু দুঃখ
সে চাওয়া শুধু রয়ে গেলো মোর
এ আধার কেটে হবে না কি ভোর ?


বুক ফেটে যে খুব কান্না গো পায়
আর যে পারি না সইতে এ দায়
তোমাদের কাছে একটা দোহাই
জন্ম খাঁচায় একটু সুখ চাই