সম্পর্কের দূরত্ব কি মাইলে মাপা যায়?
যদি যায় তবে মেপে দেখি এস
কত মাইল দূরে তুমি থাক।
তোমাকে ঘিরেই আমার বাস সবুজ বৃক্ষের ন্যায়
তুমি দ্বিপে নীল পানির জলাশয়
কেন তোমার সীমানা ছুতে পারি না?
নক্ষত্রের শরীরে পা রেখে রেখে
আমি হেটে চলি মহাশূন্যের বুকে
আলোর গতিতে দূরত্ব মাপতে জানি
তবু তোমার চোখে চোখ রেখে
বুঝতে পারি না আমার দৃষ্টিসীমায়
তোমার দৃষ্টি পৌছুতে
কত আলোকবর্ষ লাগে।


স্পর্শেও দূরত্ব বোঝা যায়
ছুঁয়ে দিয়েই জেনে নেয়া যায়
ঘুরি তখনো লেজে সুতোর টানে বন্দি।
আমি তোমায় জড়িয়েছিলাম বুকে
স্পর্শ আমার হৃদয়ের সাথে কথা বলেছিল
তবু সে বলতে পারেনি
সম্পর্কের দূরত্ব মাইলে মাপা যায় না।
সেতো হৃদয়ে থাকে
প্রেম পান করে
ভালোবাসা গিলে খায়
বায়বীয় পদার্থের মত
সবটাই জুড়ে থাকে।
যখন ছেড়ে যায়
শূন্য ঘরে বাউলের একতারা আর থাকে
বেদনা ভরা সুর,
তার থাকা না থাকা মাপা যায় না।
হৃদয় বুঝতে পারে,
মাইলের হিসেবে নয়
অনুভবের এক হিসেব আছে
সবাই সেটা বুঝতে পারে না,
অজান্তেই জ্যোৎস্না ভাসা রাত
হরণ করে ছোট বড় মেঘের পাহাড়।।