যে টুকু চিনি এই প্রাণ পূর্ণ বনানীর
তা যে শূন্যতার কত অংশ
তা কিন্তু জানিনা,
তবু ডানা মেলেছি ভাবনায়
আজন্ম প্রবল এক ইচ্ছে
ঘুরে আসব মহাশূন্যের ওপার থেকে।


স্বপ্নও সেখানে যেতে পারে না
কল্পনারা যেখানে যেতে যেতে
বিকৃত আকৃতির জন্ম দেয়
তারা যেন আমাদের মত হতেই পারে না।
আমরা কত দুর্বল আর খর্বকায়
কল্প কথায় বাকীরা তাই
শক্তিমান অশরীরী।


ভাবতে কেমন লাগে সুবিশাল মহাবিশ্বে
আমাদের এই সবুজ পৃথিবীই একমাত্র ঠিকানা
যেখানে জীবের অস্তিত্ব আছে।
সেটাই কি সত্যি?
প্রবল ইচ্ছে তাই বুকে রাখি
মহাশূন্যের ওপারে যাব
প্রতিটি নক্ষত্রের প্রতিটি গ্রহে খুঁজে বেড়াব,
আমার তো বিশ্বাস হতে চায় না
অসীম এ মহা শূন্যে আমার মত আর
কোথাও কেউ নেই।


আলোকের চেয়েও গতিশীল কিছু আছে
আমি তার খোঁজে আছি,
আমি বোরাকের মত যান বানাব
নিমেষেই উড়ে যাব হাজার হাজার আলোকবর্ষ পথ।
অন্তিম আমার এই ইচ্ছে
মহাশূন্য ঘুরে দেখব একবার
আমার মত যত মানুষ আছে
দূর নক্ষত্রের দূর কোনও গ্রহে
তাদের কাছে পৌঁছে দেব
আমার এই প্রিয় পৃথিবীর সংবাদ।