তোমরা আমায় শিখিয়েছিলে
জীবনের সকল জ্ঞানের পাঠ
তবু আমি মূর্খই রয়ে গেলাম,
সোনায় খাদ না মেশালে স্বর্ণালঙ্কার হয় না
সেই বাস্তবতাই আমার বোধে এলো না
খাঁটি সোনার নরম ভিতেই স্বপ্ন গড়লাম।
এখন যখন সেই স্বপ্ন আমার মোমের মত গলে গলে পরে
আমি তার কাছে প্রার্থনা করি যিনি সত্য সৃষ্টি করেছিলেন
দুর্বল আর নরম করে
আর শয়তান কে দিয়েছেন অপার ক্ষমতা
খাদ মিশ্রিত সোনাকেই সত্য বলে, শক্তিশালী বলে,
তিনি যেন আমার বোধের প্রদীপে সলতে হয়ে থাকেন।


হে সত্য সৃষ্টিকারী, হে মিথ্যা সৃষ্টিকারী
তুমি সকলের বোধের জ্যোতি কে শক্তিশালী কর
যাতে তারা চোখে যা দেখে তা যেন
বোধের জ্যোতিতে পুনর্বার দেখতে পারে।।


হে পণ্ডিতেরা তোমরা যে জ্ঞান আমাকে দিয়েছিলে
তা আমার বহিস্থ ইন্দ্রীয় সমূহের সীমাবদ্ধতাকেই তুলে ধরে
তা আমার বোধের কথা বলে না,
তা আমার অন্তস্থ ইন্দ্রীয় সমূহের শক্তির কথা বলে না।
সেখানে শয়তান কে ভীষণ শক্তিশালী দেখায়।
সেকারণেই তোমারা যাদের জ্ঞানী জ্ঞান কর
তারা কেবল ভীতু হয়ে ওঠে নপুংশক হয়ে ওঠে,
মানুষের পাশে দাড়াতে ভয় পায়
সেই সকল মানুষ যারা মানবতার বেশির অংশকে প্রতিনিধিত্ব করে।


তোমরা আমাকে মূর্খ বল তাতে আমার আফসোস নেই
প্রার্থনা করি যিনি সকল জ্ঞানের মালিক
তিনি তোমাদের বোধের চক্ষু খুলে দিক।।