এখন কমরেড ভাইরা ঘুমচ্ছেন
লাল পতাকা নামান হয়েছিল গত সন্ধ্যায়
আকাশ যেহেতু মেঘে ঢাকা
সূর্য উঠেছে কি ওঠেনি বোঝা যায় না
কমরেডগণের ঘুম সেহেতু ভাঙেনা
লাল পতাকাও তাই আপাতত আর উড়ছে না।


সবাই সমান হয় না
কেউ কেউ সামনে থাকে কেউ ভয় পায়,
শ্রমিকের আগামী কাল বলে কিছু নেই
আজকের দিন বাঁচিয়ে রাখে আজকের শ্রম
যারা পুঁজি বগলে করে রেখেছে
তাদের সাথে পোষা কালা কুকুর থাকে
তারা শ্রমিকের রক্তের স্বাদ জানে
জানে কতটা নিরাপদ আমিনুলের মাংস খাওয়া
কেউ প্রতিবাদ করার নেই।
কমরেডগণ তো ঘুমচ্ছেন,
শ্রমিকের আজকের দিন ঐ কালা কুকুরের হাতে গেলে
সামনে কে আর থাকেন
কমরেডগণ তো......


লেনিন যেটুকু ছিলেন
তার মূর্তিতেই অবশেষ
তা ভাঙা হয়েছে বহুদিন
ফ্যাশন আইকন হয়ে উঠেছেন চে
মার্ক্সের নাম কেউ কেউ হয়ত জানে
বাকীদের আর কেই বা চেনে,
কমরেডগণ লেজে চলে গেছেন
সেখানেই মাথার কীর্তন গান
দিবসে দিবসে ফোঁস ফাঁস দিয়ে
বাকী দিন শুধু ঘুমান।


শ্রমিকের অধিকার নূণ্যতম মজুরিতেই ঠেকেছে
কোনভাবে বেচে থাকতে যে টুকু লাগে,
শ্রমিকের শুধু বেচে থাকাই অধিকার।
লাল পতাকার স্বপ্ন শেষ
সকল মানুষ সমান হতে পারে না।
ভোগ বাদীরা দাপিয়ে বেড়াচ্ছেন
কবির আর কবিতা লিখে কি হবে
কমরেডগণ তো ঘুমচ্ছেন।।



পুনশ্চঃ শ্রদ্ধেয় আফসান ভাই (আফসান চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক, তার আরও অনেক পরিচয় আছে সে গুলো আর না বলি) এর সাথে একটা বিষয় নিয়ে আলাপ চলছিল ফেইস বুকে সেটা হলো "সোশালিজম এখন শেষ হয়ে গেছে বলা যায় কিনা বা সোশালিজম এর দিন শেষ বলতে পারি কি না"। সেই আলাপের প্রেরনা থেকেই এটা লেখা। আমিনুল ইসলাম বাংলাদেশের একজন শ্রমিক নেতা, সম্প্রতি তার লাশ উদ্ধার হয়েছে ঢাকা নিকটে। তার খুনের বিচার নিয় আর কিছু না বলি।