লেখা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি যদি গদ্য লেখেন তবে ভাবতে হবে গদ্যময় সংসার নিয়ে। কবিতা লিখলে ভাববেন কবিতার আধুনিকতা নিয়ে। এখন আর সেকেলে চিন্তাভাবনা নিয়ে সাহিত্য হবে না। চিবানো জিনিস আর চিবাবেন না। এটা সাহিত্যিকদের নয়, গরু-ছাগলের কাজ। এ দেশের সাহিত্যকে আন্তর্জাতিক মহলে নিয়ে যেতে হবে। শুক্রবার মাইকেল মধুসূদন দত্তের ১৪১তম মৃত্যুবার্ষিকী ও গাঙচিলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুই বাংলার কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। খবর বাংলানিউজ - See more at: http://www.bd-pratidin.com/2014/06/28/14219#sthash.38FCBGPA.dpuf


কেউ চাইলে লিঙ্ক এ গিয়ে পুর লেখাটা পড়তে পারেন। লেখাটার উপরিউল্লেখিত অংশটুকু আমার খুব মনে ধরেছে তাই আপনাদের সাথে সেয়ার করলাম।