এক পথের মাঝেই পরে আছি আমি
কোথা থেকে এসেছি তা নিয়ে ভেবেছি অনেক দিন
কোথায় যাবো জানি না।
সমুখে এক পথ পরে আছে দিগন্ত রেখায় মিশে গেছে দেখা যায়,
আমি এক পথিক মাত্র!
অজানা থেকে এসেছি অজানার উদ্দেশ্যে আমার পথ চলা,
মাঝে তোমার সাথে দেখা হল
শুরু হল কিছুক্ষণ এক সাথে পথ চলা।


কি এত ভাবো সারাক্ষণ দিন যেটা গেছে
সেটা আমাদের এগিয়ে নিয়ে এসেছে এত দূর
কি এত আচলে বেধেছ সব চক চকে পাথর
ঘষলেই বেরিয়ে আসে স্বপ্নের স্ফুলিঙ্গ
গন্তব্য অজানা কতদূর বয়ে নিয়ে যাবে স্বপ্ন,
আমাকে স্পর্শ কর
এস আমরা হাতে হাত রেখে হাটি।


এই পথ যত দূরে চোখ যায় চলে গেছে তারও ওপারে
এই পথ যত দূর কল্পনায় ভাবা যায় চলে গেছে তারও অতীতে
তুমি আমি যদি জোড়ছে ঘোরা ছোটাই
কতটাই আর এগুবে দিগন্ত?
তুমি আমার চোখের দিকে তাকাও
তোমাকে কোন দূরত্ব পেরুতে হবে না
স্পর্শ সীমায় থেকে যাব সঙ্গী তোমার।
কি আর আকাঙ্ক্ষা কর,
পথের ভিখেরি কতটাই আর পেতে পারে
তবু যাই তুলে নেবে
বোঝা হয়ে তোমার ঘারে সওয়ার হবে,
তুমি কি অনেকটা পথ হেটে যেতে চাও নি?
পথের ফুল পথে পরে থাক
ভ্রমণেই আনন্দ খুঁজি এসো।


আনন্দ তোমায় সঙ্গীরা দিতে পারে
হাত বাড়ালেই তুমি যাদের পেতে পার,
পথের ধারে যারা পরে থাকে অবহেলায়
তারা তোমার সঙ্গী হতে পারে দারুণ,
ভেবো না তাদের ভীষণ প্রয়োজন আছে তোমাকে
বরং তোমাকেই সমৃদ্ধ করে তারা
সঙ্গী হয়ে ভ্রমণের কষ্ট ভুলিয়ে রাখে।
কতটা পথ পারি দিতে হবে!
সঙ্গী বাড়াই এসো
কৃতজ্ঞ মনে হাতটা বাড়াই এসো,
পথ চলি এসো ভ্রমণ বিলাসী মনে।।