একদিন জলের তলে দেখেছিলাম ছায়া
অল্প বাতাসে কেঁপেছিল একটু
তুমি ঝুঁকে এসে দেখলে
আমার কাঁধে ভর রেখে
হতে পারে জলের আয়নায় আমার মুখ
জলের তলে সেই আমাদের প্রথম মিলন চোখে চোখে
এরপর দুজনেই উল্টে জলে কাদায় মাখামাখি,
কতদিন গেল!
কাদাজল যেন এখনও হাতে মুখে মাখা,
তুমি যে খুব হাসছিলে,
তোমার গাল ছুঁয়ে দেবার গিলে ফেলা ইচ্ছে
এখনো কাচা সোনা রোদের মত উত্তাপ ছড়ায় মনের কোনায়।


ডুব দিয়ে জলের নীচে কতক্ষণ হাত ধরে বসেছিলাম
কি ছিল অনুভবে, জলের উর্ধচাপে ভেসে উঠেছিল দুপুরের রোদে,
অকারণ তোমাকে ছুঁয়ে দেয়া,
দৃষ্টির পাহারা সারা ক্ষণ
যৌবনের সে প্রথম নেশা  
এখনো থেকে থেকে তলিয়ে দেয় স্মৃতির ভাবাবেগে,
মনে হয় এইতো সেদিন,
সময়ের সিঁড়ি বেয়ে চাইলেই ফিরে যাওয়া যায়!
হায়রে সময়! সময় বড় দ্রুত বুড়িয়ে যায়!!!



পুনশ্চঃ কবি সুমনকে এ এক ক্ষুদ্র উপহার।