আইন তারা জানত
এবং সে ই সাক্ষী ছিল একা
তারাও একমাত্র সাক্ষীকে বাঁচিয়ে রাখতে নিরাপদ বোধ করে নি
তারা তার শরীরটাকে টুকরো টুকরো করে কেটেছিল
একজন কষাই মাংসের দোকানে যেভাবে মাংস কাটে,
এবং তারা এতে অনভ্যস্ত ছিল না,
পরিচয় নিশ্চিহ্ন করতে তারা তার মুখটা ঝলসে দিয়েছিল পেট্রলে
এরপর শরীরের কাটা টুকরো গুলো ছড়িয়ে দিয়েছিল
নগরের বিভিন্ন ডাস্টবিনে,
সেদিন হয়ত কুকুর আরও অন্য অনেক প্রাণীর ভীষণ আনন্দ হয়েছিল
বিচারকের চাহিদা যাদের অজানা,
ডাস্টবিনের নেড়ি কুকুর কি করে জানবে
সাক্ষী ছাড়া বিচারক কাউকেই অপরাধী বলতে পারে না,
যেমন বলতে পারে না কালো বোরখা পরা আইনের পরামর্শক
কিভাবে এটা প্রমাণ হবে
এটা কেবল একটি হত্যাকাণ্ড নয়,
একটা ধর্ষণের একমাত্র সাক্ষী ধর্ষিতা নিজেই
সে হারিয়ে গেলে বিচারকও হারিয়ে যান আইনের গলিতে।
আইন আমার কন্যাকে ধর্ষণ হওয়া থেকে বাঁচাতে পারে না,
ধর্ষককে আইনের হাত থেকে বাঁচাতে তাকে প্রাণ দিতে হয়
কখনোই একটি ধর্ষণ কেবল একটা ধর্ষণের ঘটনা থাকে না।।