কিছুই ভাসছে না
সবকিছু গভীরতায় তলিয়ে যাচ্ছে,
চোখের অন্ধ বিন্দু, ব্ল্যাক হোল, আমার চতুঃপার্শ্বে অসীমতা
আমি কোন ভিডিও গেমের জটিল থেকে জটিলতর ধাপে এগিয়ে চলেছি
কেউ যেন একটা বালি কণা লুকিয়ে রেখেছে
পৃথিবীর দীর্ঘতম বালুময় সৈকতে,
আমি আর আটকে থাকতে পারছি না সমুদ্র ঢেউয়ে,
চলে যাওয়া সূর্যের ফেলে যাওয়া আলোক বিচ্ছুরণে
আকাশ আমার সম্মুখে খোলা
আমার মন পৌঁছে যেতে পারে সবখানে
পৃথিবী আমার জন্য দম বন্ধ করা ঘর,
আমার মুক্তি প্রয়োজন, হতে পারে এক তড়িৎ চুম্বক তরঙ্গে,
আমার আত্মা কি আমার শরীর থেকে আলাদা হতে পারে?
হতে পারে কোন তরঙ্গ?
আত্মা তরঙ্গ!!