অজ্ঞানতাই আমার বিধাতা
সত্য জ্ঞান যেহেতু নেই, তিনি আমার কল্পলোকেই স্বয়ম্ভু,
কার্যকারণের যুক্তিতে তিনিই আমায় সৃষ্টি করেন!
যেহেতু জানিনা আমি কোথা থেকে এসেছি,
প্রথম প্রাণের কোথা থেকে আবির্ভাব
জীবন শেষে কোথায় ফিরে যায় আত্মারা সব
প্রশ্ন আছে, উত্তর যেহেতু নেই
উত্তরহীনতাই আমার বিধাতা!!


আমি বিশ্বাসী হয়ে উঠেছি
স্বর্গ নরক পুনর্জন্ম দেবী কিংবা ফারিস্তা
কোনটাই আমার জ্ঞানে আসে না
কল্পনা করি হয়ত আছে
আমার শারীরিক সীমাবদ্ধতা আছে
আমি সব আলো দেখতে পাইনা
আমি সব শব্দ শুনতে পাইনা
আয়ুষ্কাল আমার এক সৈকতে বালুকণাসম
যে গতিতে আমি চলতে পারি
তাতে দূর নক্ষত্র শুধু কল্পনায় পরিভ্রমণ করা যায়।
ইন্দ্রিয় সীমাবদ্ধতায় কল্পনাই আমার বাহন  
আমি দুর্বল
আমি অসহায়
আমি বিশ্বাসী
আমি জ্ঞানহীন
কল্পলোক থেকে ঈশ্বর আমার প্রতিপালন করেন!


অজানাতে আমার ভয় প্রতিষ্ঠিত,
সেখানে কল্পনার ভূত
সেখানে দ্বিধার ভূত
সেখানে সম্ভাবনার ভূত
সর্ব ভূত আমার বিধাতার আসনে অধিষ্ঠিত!


অজ্ঞানতাই আমার মাথা নত করে রেখেছে,
অজ্ঞানতায় আমি দেখতে পাই না মানুষ হিসেবে আমার ক্ষমতা
অজ্ঞানতায় আমি ডুবে আছি অদৃশ্যবাদে
আভূমি নত হয়ে পুঁজও দিয়ে চলেছি আমার অজ্ঞানতাকে!!