কবে তোমার মিস্টি মুখের হাসিখানা
একটুখানি দেখবো,

কবে তোমায় এই হৃদয়ে
জড়িয়ে ধরে রাখবো।

উড়তে চাইলে উড়ে যেও
দিবো উড়িয়ে রঙিন ডানায়,

ফেরার অপেক্ষায় চেয়ে রইবো
তালপাতার ঐ চিলেকোঠায় ।।