আমি শপথ নিলাম-
সকালের নির্মলতাকে সাহ্মী রেখে, ভাসব
না আর তোমার কথার কুয়াশা
জালে। তালে ঠিক রেখেই চলব, তবে
আর মাতাল হব না তোমার
মরমি চাওয়াতে।


জ্যোৎস্না রাতের নীল রূপকথাময়
রাতে আমি শপথ নিলাম-
ক্লান্ত কফি কাপে আর মুখরোচক
খাবারে সাথে চাইব না
তোমার এস.এম.এস.।


খোয়া বিছানো রেললাইন দিয়ে আর
তোমার সাথে হাটব না
বলে আমি শপথ করছি-
চলন্ত ট্রেনের শত শত অচেনা যাত্রীদের
সামনে, যারা কিনা চিনছে আমার এই পাগলামিটা।


তবে আর পাগল হব না তোমার
রেশমী চুল, হরিণী চোখের
কোমল ভ্রুকুটিতে। তাই, এই কবিতা
ছুয়ে শপথ নিলাম আমি।