প্রতিহ্মণেই গলা মেলাচ্ছি
একটি অতি অপরিচিত
ভবিষ্যতের সাথে ।স্বপ্ন বেঁকে
বসছে অভাবনীয় বাস্তবের দাঁড়ি পাল্লায়।
কড়মড়ে বিস্কুটের মতো
ভাঙছে বিশ্বাস।শুধুই ভাঙছে।
শব্দ পরিবর্তন হচ্ছে খিস্তি খেউড়ে,
মেরুর গোরা কিংবা মধ্যের পোড়া
রঙের সভ্যতা গুলোর
লং মার্চ
ঘুম ভাঙছে ভিন্ন গ্রহের ।