তুমি চলে যাও সময়ের স্রোতে ভেসে বহু দুরে,
তবু রয়ে যায় স্মৃতি
একটু মুখ বিকৃতি
ভালো বাসার সময় সজীব দর্পণে।


তোমার ভালোবাসার স্বপ্ন সন্ধিৎসু চোখ
লাল পলাশের রঙে রাঙা গাল
ছলনার হাতছানি দেওয়া কপাল
ডাকে আমায় ধ্বংশের রক্ত খেলায়।


ধর্মের 'চিনের প্রাচীর' বিভাজিত করেছে আমাদের
স্বপ্ন ভাবনার বিষয়
মিষ্টি বাজির দুষ্টুমি ভরা বিজয়
আর, অসময়ে জিজ্ঞাসা করা ভালোমন্দ খোজ খবরের সময়।


সাম্প্রদায়িকতার কালো সুতোর সীমারেখা
সীমায়িত করেছে আমাদের ভালোবাসা
সুখ-স্বপ্নের পবিত্র মনের কথা
আমরণ জীবনের সীমারেখা পর্যন্ত!


হয়ত ভুল'ই হয়েছে আমাদের, দুইজনের-  
দুইজনকে ভালোবেসে
মনের মনিকোঠায় বসিয়ে রেখে
শান্ত সুখের সংসার বাঁধার স্বপ্ন দেখা।


আজ তাই আর তাকালাম না তোমার
হাসিমাখা লালমুখের দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখের দিকে
শুধু দিলাম, বাধ্য বেদনার সাথে কিছু নোনাজল।