ঘাস ছেড়া অবেলার স্মৃতি
বিকোয়নি, জারি রয়েছে দূরালাপের
আমবষ্যা-পূর্নিমার রাতও, দশটা-
চারটার কর্ম ক্লান্তির মধ্যেও
হু হু করে তোমার সজীবতা।
ভড়কে যাওয়া
ছমছমে ভূত-রাতেও রাত-সূর্যের
অনুপস্থিতিতে--
পলাশপ্রিয়া, তুমিই সারথি।