পৃথিবীতে বড় ভূল আমার,
গরীব হয়ে জন্মেছি।
অবহেলা আর লাঞ্চিত হয়ে,
সমাজে বসবাস করছি।
কী দোষ ছিল আমার-
গরীব হয়ে জন্মানো?
এটি শুধু আল্লাহর কৃপা,
এতেই আমি ধন্য।
গরীব হয়ে জন্মানো নয় কোন অপরাধ,
আল্লাহর গুণগান করে পাবো শাফাআত।
যতই কর গরীব কে ঘৃণা,
আর যত অত্যাচার -
হিম্মত থাকলে প্রস্তুত হও ধনী,
গরীব এর সাথে মোকাবেলার।
গরীব হলো সৎ, প্রতিবাদী আরো নিষ্ঠাবান,
সৎ পথে চলে গরীব,
পাবে দো-জাহান।