এসেছে হেমন্ত, সোনালি ছোঁয়া,
ধানের শীষে খেলে প্রভাতের মাওয়া।
সবুজ মাঠে দুলছে বাতাস,
কৃষকের মনে জাগে নবান্নের আশ।

পাকা ধানের গন্ধে ভরে যায় গ্রাম,
ফসলের আনন্দে চাষির জয়গান।
কাস্তে হাতে সোনার ধান কাটে,
ঘামে ভেজা শরীরেও খুশির প্রভাতে।

ঢেঁকির তালে গাঁয়ের গান বাজে,
পিঠাপুলির ঘ্রাণে উৎসব সাজে।
শিশির ভেজা মাঠে শিউলি পড়ে,
নভেম্বরে সন্ধ্যা স্নিগ্ধতর হয়ে।

কাশফুল দোলায় শীতল হাওয়ায়,
সাদা মেঘ ভাসে নীল আকাশপাড়ায়।
বকুলের গন্ধে ভরে উঠছে পথ,
পল্লীজীবনে বাঁধছে প্রকৃতির রথ।

পাখির ডাকে ঘুম ভাঙে সকালে,
ফুলের মধু খোঁজে ভ্রমর মিশালে।
হাসনাহেনা সুবাস ছড়ায় বাতাসে,
হেমন্তের রূপে মুগ্ধ প্রান্তরের হাসে।

এ যে প্রকৃতির মায়াবী রঙ,
হেমন্ত যেন এক স্বর্গীয় ঢঙ।
স্নিগ্ধ আলোয় ভরে উঠুক প্রাণ,
এসো হেমন্ত, গাও জীবনের গান।