-তোমার নাম

লাল লাল পাপড়ি ঝরে পড়ে উঠোনে,
কৃষ্ণচূড়ার আঁচলে বাজে প্রেমের সুর তোলে।
তোমার মুখের হাসি যেন সেই রঙের ছোঁয়া,
আমার মন ভাসে তোমার ভালোবাসার দোয়া।

গ্রীষ্মের রোদ্দুরে তুমি আমার ছায়া,
ফুলের ভাষায় বলো মধুর গোপন কথা।
প্রতিটি ঝরে পড়া পাপড়িতে সযত্নে আমি রাখি,
তোমার নাম ফিসফিস করে মনে গাই।

জীবনের আঙিনায় তুমি কৃষ্ণচূড়ার ঝরনা,
যেখানে প্রেম ফোটে, সেখানে সুখের গন্ধ ভারি।
তুমি আর আমি, রক্তের রঙে মিশে যাই,
কৃষ্ণচূড়ার গন্ধে হৃদয় আমার ভাসে যায়।