ফাগুনের আগুনরঙা বিকেলে,
তোমার চুলে জড়িয়ে যাই আমি—
যেন প্রতিটি বাতাসে লেখা থাকে
"আমার তুমি"র চুপচাপ কবিতা।
তুমি পাশে থাকলে,
সূর্যের আলোও নরম লাগে,
জ্যোৎস্নার চেয়ে কোমল হয়
তোমার ঠোঁটের ছায়া আমার কাঁপা আঙুলে।
তুমি যখন হেসে তাকাও,
আমি সময় ভুলে যাই—
আমার ঘড়ির কাঁটা চলে কেবল তোমার নিঃশ্বাসে,
আমার পৃথিবী দুলে ওঠে তোমার চোখের জলকণায়।
চুলে রাখা ফুলটা আমিই রাখি,
আর চোখে রাখা স্বপ্নটা তুমিই—
তুমি আর আমি দুজনেই জেনে যাই,
ভালোবাসা মানে ঠিক এই—
যেখানে ছুঁয়ে না গিয়েও ছুঁয়ে ফেলা যায় আত্মাকে।
বসন্ত এসে বলে—
"তোমাদের প্রেমটাই তো প্রকৃতির সবচেয়ে পবিত্র আবেগ"
আর আকাশ কাঁপে,
যখন তুমি আমার কানে ফিসফিসিয়ে বলো—
"তুমি ছাড়া আমি কিছুই না..."
তোমার ঠোঁট ছুঁয়ে লেখা হোক জীবন,
তোমার বাহুডোরে বাঁধা থাকুক আমার প্রতিটা শ্বাস।
এই প্রেম শুধু ভালোবাসা নয়,
এ এক পরম আত্মসমর্পণ।